বর্তমান সময়ে আমাদের দেশে অনলাইন শপ এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অনলাইন শপ এর পণ্য হোম ডেলিভারি কার্যক্রম পরিচালনার মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। needfulbd.com এর উদ্যোগে দেশের প্রতিটি থানায় হতে যাচ্ছে একটি করে হাব।
আমাদের নিজস্ব অনলাইন শপ এবং অন্যান্য কোম্পানি বা অনলাইন শপ এর পণ্য হোম ডেলিভারি ও লোকাল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য থানা ভিত্তিক এজেন্ট নিয়োগ করা হবে।
এজেন্ট/পার্টনার হয়ে আপনিও কর্মসংস্থান তৈরিতে ভুমিকা রাখতে পারেন।
হাব এজেন্ট এর জন্য আবেদন করতে আপনার সিভি/বায়োডাটা সহ আপনার জেলা, থানা ও এলাকার নাম দিয়ে ইমেইল করুন needfulbd@gmail.com তে।
প্রয়োজনে কল করুন – 01725184510
## এজেন্ট/পার্টনারদের অফার সমুহ:-
১। হাব বা অফিস রেন্ট।
২। ইন্টারনেট রাউটার।
৩। ট্যাব বা ল্যাপটপ।
৪। প্রিন্টার।
৫। ৪০,০০০ টাকা সমমূল্যের পণ্য সামগ্রী।
৬। ইনসেন্টিভ।
৭। টার্গেট বোনাস।
৮। প্রোডাক্ট বিক্রয়ের প্রফিট।
৯। পার্সেল ডেলিভারি লভ্যাংশের ৫০%
১0। সম্মানজনক আইডেন্টিটি।
## হাব এজেন্টের করনীয়ঃ
১। প্রোডাক্ট কালেকশন ও ডেলিভারি কার্যক্রম পরিচালনা।
২। সেলস ম্যানদের মাধ্যমে লোকাল মার্কেটিং কার্যক্রম পরিচালনা।
৩। অর্ডার জেনারেটে সক্রিয় ভূমিকা।
৪। সেলার থেকে প্রোডাক্ট কালেকশন।
৫। ডেলিভারি রাইডার এবং সেলস ম্যান নিয়োগ প্রদান। (ডেলিভারি রাইডার এবং সেলস ম্যানদের বেতন/কমিশন কোম্পানি প্রদান করবে)
## বিশেষ দ্রষ্টব্যঃ একই এলাকায় একাধিক আবেদনকারীর ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা যাচাই এবং ইনভেস্টিগেশন টিমের রিপোর্ট অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে।
আবেদনকারীকে অবশ্যই
কম্পিউটার- এম.এস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এ পারদর্শী হতে হবে। (না জানা থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে শিখতে হবে।)
প্রার্থীর বর্তমান অবস্থান জেলা বা থানা সদরে হতে হবে ( যেখানে হাব নিতে ইচ্ছুক)
বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে।
Dist Tangail Thana Dhanberi