🏢 About Us | আমাদের সম্পর্কে
Needfulbd একটি পূর্ণাঙ্গ ডিজিটাল এজেন্সি — যেখানে প্রযুক্তিকে সহজ ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা উদ্যোক্তা—সবাইকে আমরা দিচ্ছি এক ছাদের নিচে ডিজিটাল সমাধান।
আমরা বিশ্বাস করি, ডিজিটাল প্রজেক্ট মানেই শুধু কোড বা ডিজাইন নয়—এটি একটি ভিশন, একটি উদ্দেশ্য, একটি স্বপ্ন বাস্তবের রূপ দেওয়া। সেই লক্ষ্যেই প্রতিটি ক্লায়েন্টের প্রজেক্টকে আমরা দেখছি আলাদা গুরুত্ব ও যত্নে।
👨💼 নেতৃত্বে আছেন:
Needfulbd-এর চেয়ারম্যান হিসেবে আছেন আহমেদ মেহেদি ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন আরশাদ আল গালিব — দুজনই প্রযুক্তিপ্রেমী ও ভিশনারি তরুণ উদ্যোক্তা। প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর মানুষের সমস্যার সমাধানে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির চেষ্টাই তাদেরকে Needfulbd গঠনে অনুপ্রাণিত করেছে।
তারা বিশ্বাস করেন, একটি ওয়েবসাইট বা অ্যাপ শুধু একটি প্রোডাক্ট নয়—এটি হতে পারে কাউকে প্রতিষ্ঠা করার হাতিয়ার, কাউকে এগিয়ে যাওয়ার পথ দেখানোর আলোর মতো।
🤝 আমাদের টিম
আমাদের পেছনে রয়েছে একদল প্রতিশ্রুতিবদ্ধ ও দক্ষ টেকনিক্যাল টিম। তাদের মধ্যে রয়েছে—
- 💻 Web Developer
- 🎨 UI/UX Designer
- 📈 SEO Specialist
- 🧑💼 Project Manager
- 📷 Content Creator
- 🔧 Tech Support Engineer
প্রতিটি প্রজেক্টে আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। ক্লায়েন্টের প্রয়োজন বুঝে টিম আলাদা করে গঠন করা হয় এবং প্রতিটি ধাপে আমরা ক্লায়েন্টকে যুক্ত রাখার চেষ্টা করি।
📦 আমাদের সার্ভিস
- 🔹 Website Development (WordPress, Laravel, Shopify)
- 🔹 E-commerce Solutions
- 🔹 Custom Web Apps
- 🔹 SEO & Digital Marketing
- 🔹 Branding & UI Design
- 🔹 Domain & Hosting
- 🔹 Educational & Political Platforms
- 🔹 Support & Maintenance
🎯 আমাদের মিশন
“টেকনোলজিকে সহজ করে মানুষকে ক্ষমতায়ন করা” — এই হচ্ছে Needfulbd-এর মূল লক্ষ্য। শহর থেকে গ্রামের মানুষও যেন নিজের উদ্যোগ অনলাইনে তুলে ধরতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।
🌐 আমাদের সঙ্গে যুক্ত হন
আপনার একটি ধারণা আছে? সেটিকে বাস্তবে রূপ দিতে চান?
আমরা প্রস্তুত আছি! আপনার চাহিদা অনুযায়ী ডিজিটাল সমাধান পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
📞 Whatsapp: +8801864727935
📧 Email: contact@needfulbd.com / support@needfulbd.com
🌐 Website: www.needfulbd.com